top of page
  • Google
  • fb
  • ym
  • gm
  • ut
  • tt
  • in
  • Instagram
  • Amazon Social Icon

Chairman

bpp.png
r19.png
r20.png

কেএম বশির উল্লাহ

ইন্সট্রাক্টর কেএম বশির উল্লাহ (চেয়ারম্যান)
আশিক কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঢাকা।
জন্মতারিখ : ১ জানুয়ারি’ ১৯৮১

"ইন্সট্রাক্টর কেএম বশির উল্লাহ ১৯৮১ সালের ১ জানুয়ারি কুমিল্রা জেলায় জন্মগ্রহণ করেন।" ১৯৯৭ সালে কুমিল্লা এতবারপুর আজম উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি এবং ১৯৯৯ সালে গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট, ঢাকা প্রতিষ্ঠান থেকে এইচ এস সি পরীক্ষায় পাশ করেন। এবং জগন্নাত বিশ্ববিদ্যালয় থেকে এডমিশন নেওয়ার পর পারিবারিক ভাবে সমস্যার সম্মুখিন হওয়ায় পরে প্রাইভেট ভাবে বিএ এডমিশন নেন। লেখা-পড়ার পাশাপাশি টিউশনি এবং ১৯৯৭ সাল ফারহা কম্পিউটার-এ কম্পিউটারের উপর প্রশিক্ষণ নেন এবং সিপিডি থেকে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট এর উপর কোর্স করেন। এবং এর পাশাপাশি আশিক কম্পিউটার ট্রেনিটং সেন্টার তার নিজস্ব প্রতিষ্ঠান নিয়ে কাজ করে যাচ্ছেন।


ইন্সট্রাক্টর কেএম বশির উল্লাহ ঢাকা জেলার মোহাম্মদপুর এলাকায় প্রায় ২০০০ সাল থেকে কম্পিউটারের উপর বিভিন্ন প্রোগ্রামে প্রশিক্ষণ ও সেবামূলক কাজ করে যাচ্ছেন এবং তিনি অতি যত্নশীল ও দায়িত্বের সাথে জনকল্যাণমুখী কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন। মানুষের সার্বিক সেবা করাই তাঁর মূল লক্ষ্য।

Contact Us

 Address.  5/10, Block-F, Aziz Mohalla, Mohammadpur, Dhaka-1207.

 +88 01716328690

Thanks for submitting!

© 2023 by ITG. Proudly created with Wix.com

bottom of page